লকডাউন দেশ! ব্যাংক গ্রাহকদের জন্য বড়সড় সুখবর
নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার, ২০১৯-২০ আর্থিক বছরের শেষ দিন। আজ থেকেই পুরোদমে শুরু হলো ব্যাঙ্কের কাজ। সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। গতকাল সোমবার, এসএলবিসি-র বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে নতুন আর্থিক বছরের কাজ ব্যাঙ্কের চাপও থাকবে বেশি। সব দিকের কথা মাথায় রেখে ব্যাঙ্কের কাজ স্বাভাবিক করার কথা ভাবা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ কিছু শাখা রাত ১২ টা পর্যন্ত কাজ করবে। কাল থেকে শুরু নতুন মাস। মোটামুটি সব ব্যাংকের গ্রাহকেরা বেশি পরিমানে টাকা তুলবে। সেই কথা মাথায় রেখে এটিএম -এ বেশি পরিমান টাকা ভোরে দেওয়া হয়েছে।
তবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ আসোসিয়েশনের পক্ষ থেকে কর্মীদের সুরক্ষার জন্য কয়েকটি দাবি তোলা হয়েছে। সেগুলি হল-
১) দেশের বর্তমান পরিস্থিতিতে যেসব কর্মীরা ব্যাংক গ্রাহকদের পরিষেবা দিচ্ছেন তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিতে হবে সরকারকে।
২) ব্যাঙ্কে যাতে একবারে প্রচুর মানুষের ভিড় না জমে সেদিকে খেয়াল রাখার ব্যবস্থা করতে হবে সরকারকে।
৩) কর্মরত ব্যাঙ্ক কর্মীদের জন্য বীমার ব্যবস্থা করতে হবে।
৪) ব্যাঙ্কিং মিত্র নামে যে কর্মচারীরা গ্রাহকদের বাড়িতে টাকা পৌঁছে দেন, তাদের সুরক্ষার জন্য স্যানিটাইজারের ব্যবস্থা করবে সরকার।
লকডাউন দেশ! ব্যাংক গ্রাহকদের জন্য বড়সড় সুখবর
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments