“রাজ্যের সবাই যেন খেতে পায়, রেশন কার্ড না থাকলেও খাবার দেবেন” : মমতাময়ী মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক : করোনার মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কতটা সচেষ্ট তা আরো একবার প্রমাণ হলো রাজ্যবাসীর কাছে। বিভিন্ন জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তাঁর বৈঠক দেখে রাজ্যবাসী স্বস্তি পেল কিছুটা।
ইতিমধ্যে রাজ্যের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বীমার পরিমান বাড়িয়ে ১০ লক্ষ টাকা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এই বীমার আওতায় এনেছে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরও। এখনো অবধি ৩০০ ভেন্টিলেটর বানানোর পর আরো ৩০০ ভেন্টিলেটর অর্ডার দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেই সঙ্গে রাজ্যের প্রশাসনিক কর্তাদের কড়া ভাবে শাসন ও করেছেন। রাজ্যের সমস্ত মানুষ যাতে প্রয়োজনীয় রেশন ওয়ায় সেদিকে নজর দিতে বলেছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেছেন যাদের রেশন কার্ড নেই তারাও যেন খাবার পায়। মানুষ বাঁচলে টাকা আসবে সুতরাং এখন যেন কোনরকম গলদ না থাকে।
ইতিমধ্যে আগামী দুই সপ্তাহ স্বাস্থ্যকর্মীদের ২৪*৭ কাজ করার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে গুলিতে আইসলেশন ওয়ার্ড খোলার কথা ভাবছে রাজ্যসরকার। এমনটাই জানা গিয়েছে সম্প্রতি।
“রাজ্যের সবাই যেন খেতে পায়, রেশন কার্ড না থাকলেও খাবার দেবেন” : মমতাময়ী মুখ্যমন্ত্রী
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments