বাড়ির ছাদে ওয়াকআউটের ভিডিও দিলেন শ্রদ্ধা কাপুর, মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়
নিউজ ডেস্ক : বাকি সবার মত ঘর বন্দী হয়ে কিভাবে সময় কাটাচ্ছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর? বলিউডে খুব অল্প সময়ের মধ্যে পা রেখেই দর্শকদের মন জয় করে নিয়েছেন শ্রদ্ধা। একইসঙ্গে পরপর অনেকগুলি হিট দিয়েছেন তিনি আর সেইসঙ্গে বানিয়ে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় নিজের বড়োসড়ো ফ্যানবেস যাদের প্রতি মুহূর্তের নজর শ্রদ্ধার দিকে।
নায়িকা কখন কি করছেন কি খাচ্ছেন কি পড়ছেন সেইসব দিকে চোখ রয়েছে নেটিজেনদের। কিছুদিন আগেই নিজের বাড়ির জানলা থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি আর সম্প্রতি বাড়ির ছাদে ওয়াকআউটের ভিডিও শেয়ার করলেন ভক্তদের উদ্দেশ্যে।
ঘর বন্দী হয়ে থাকলেও পুরোপুরি যে আলসেমিতে তার দিন কাটছে না তা বলাই বাহুল্য। আপনিও যদি শ্রদ্ধার মতো ফিট থাকতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত।
https://www.instagram.com/p/B-XEBr5p50X/?utm_source=ig_web_button_share_sheet
বাড়ির ছাদে ওয়াকআউটের ভিডিও দিলেন শ্রদ্ধা কাপুর, মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments