লকডাউনে অনাহারে ভবঘুরেরা, সাহায্যের হাত বাড়ালেন গুসকরার ব্যবসায়ী | এখন বাংলা - Ekhon Bengla

Bharati Mandal
By -
0


লকডাউনে অনাহারে ভবঘুরেরা, সাহায্যের হাত বাড়ালেন গুসকরার ব্যবসায়ী



লকডাউনে অনাহারে ভবঘুরেরা, সাহায্যের হাত বাড়ালেন গুসকরার ব্যবসায়ী | এখন বাংলা - Ekhon Bengla




ধীমান রায়, কাটোয়া: করোনা সংক্রমণ এড়াতে দেশজুড়ে জারি লকডাউন। দোকানপাট বন্ধ। বাজারহাট শুনশান। রেলস্টেশন, বাসস্ট্যান্ড, সড়কও জনমানবহীন। এতে প্রবল সমস্যায় পড়েছেন সেই সব মানুষেরা যারা বাজারের দোকানে দোকানে ঘুরে কোনওক্রমে পেট চালান। তাঁদের কথা ভেবে এগিয়ে এলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের এক ব্যবসায়ী। সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি।




গুসকরা শহরের ক্ষেত্রপালতলার বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম সুবীর রানা। লকডাউনের দিনগুলিতে গুসকরা শহরে ঘুরে বেড়ানো ভবঘুরেদের দু’বেলা করে খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন তিনি। বৃহস্পতিবার থেকেই এলাকার ভবঘুরেদের হাতে তুলে দিচ্ছেন অন্ন। এদিন নিজের বাড়িতেই রান্না করে বাড়ির সামনে নির্দিষ্ট দূরত্ব অন্তর বসিয়ে ভবঘুরেদের খাওয়ালেন সুবীরবাবু। তাঁর এই উদ্যোগ ও মহানুভবতার প্রশংসা করেছেন অনেকেই। অসময়ে অন্নদাতার ভুমিকায় সুবীরবাবুকে পেয়ে তাকে দু’হাত তুলে আশীর্বাদ করছেন অসহায় মানুষগুলিও।




জানা গিয়েছে, গুসকরা রেলস্টেশন ও তার আশপাশ এলাকা বেশ কয়েকজন ভবঘুরের আশ্রয়স্থল। তাঁদের মধ্যে রয়েছেন শারীরিক প্রতিবন্ধী কয়েকজন। কেউ অন্ধ, কেউ হাঁটতে পারেন না। তাই লকডাউন ঘোষণার পর কার্যত অনাহারে দিন কাটছিল তাঁদের। সেই কথা চিন্তা করেই সুবীরবাবুর এই উদ্যোগ। জানা গিয়েছে, সুবীরবাবু প্রায় বছর চারেক ধরে প্রতি রবিবার নিজের খরচে ভবঘুরেদের খাওয়াতেন একবেলা করে। সুবীরবাবু বলেন, “আগে সপ্তাহে একদিন খাওয়াতাম। কিন্তু সপ্তাহে একদিন খেয়ে তো মানুষ বাঁচতে পারে না। তাই যতদিন লকডাউন না উঠছে ততদিন দুবেলা করে খাওয়াবো।”






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : Bengal 24×7


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!