করোনা LIVE UPDATE: বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল, বাড়ছে উদ্বেগ
নিউজ ডেস্ক: করোনার জেরে গোটা বিশ্বে ত্রাহি ত্রাহি রব। কঠিন পরিস্থিতি বলছেন চিকিৎসক, বিশেষজ্ঞরা। দুনিয়ায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। এখনই দেশে আক্রান্তের সংখ্যা ১০০০ ছুঁয়েছে। খুব কম সময়ের মধ্যে এই হার বৃদ্ধি। দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের (তিন বিদেশি-সহ সংখ্যাটা ২৫)। মহারাষ্ট্রে মৃত্যুর হার সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে। বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮। মৃত্যু হয়েছে একজনের। বিশ্বজুড়ে ছয় লক্ষেরও বেশি মানুষের শরীরে থাবা বসিয়েছে COVID-19। এদিকে, লকডাউন উপেক্ষা করে রবিবার সকাল থেকেই বিভিন্ন বাজার খোলা। ন্যূনতম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে তাতে ভিড় জমিয়েছেন আমজনতা। যা সংক্রমণের আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। করোনা পরিস্থিতির সমস্ত UPDATE:
সকাল ৮.৩০: বেঙ্গালুরু ফেরত তরুণী অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে কোয়ারেন্টাইনে পাঠানো হল। তিনি সল্টলেকে নিজের বাড়িতে ফিরেছিলেন।
সকাল ৮টা: বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাঁড়াল। ইটালিতে সর্বাধিক। সেখানে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ১০২৯। তিন বিদেশি-সহ মৃত ২৫। এদিকে, ইরান থেকে দেশে ফিরলেন ২৭৫ জন ভারতীয়।
Rajasthan: Another batch of 275 Indian citizens brought in from Iran, reach Jodhpur. They would be kept at the Indian army’s wellness centre. 277 Indians evacuated earlier this month from Iran are already lodged at this centre. #Coronavirus pic.twitter.com/4ifWr539X8
— ANI (@ANI) March 29, 2020
সকাল ৭টা: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি টাকা দান বিসিসিআইয়ের। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০ লক্ষ দিল ইস্টবেঙ্গল।
করোনা LIVE UPDATE: বিশ্বে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়াল, বাড়ছে উদ্বেগ | এখন বাংলা - Ekhon Bengla
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments