লকডাউন উপেক্ষা করে দোকান খুললেই ব্যবস্থা গ্রহণ পুলিশের

Bharati Mandal
By -
0


লকডাউন উপেক্ষা করে দোকান খুললেই ব্যবস্থা গ্রহণ পুলিশের



লকডাউন উপেক্ষা করে দোকান খুললেই ব্যবস্থা গ্রহণ পুলিশের




কৌশিক সালুই, বীরভূম: লকডাউন উপেক্ষা করে বীরভূমের সিউড়িতে দোকানপাট খুলতেই ব্যবস্থা গ্রহণ করল পুলিশ। তাদের পক্ষ থেকে সেই সমস্ত নিয়মভঙ্গকারী দোকানগুলি বন্ধ করে দেওয়া হয় এবং দোকানের মালিকদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও টোটো চালককেও রাস্তাতেই কান ধরে উঠবস করিয়ে শাস্তি দেওয়া হয়।




কেন্দ্র সরকারের পক্ষ থেকে করোনা হটস্পট এলাকাগুলি বাদে নির্দিষ্ট কিছু এলাকায় ছোট দোকানগুলি খোলার নির্দেশ দেওয়া হয়। যদিও রাজ্যের পক্ষ থেকে সেই মর্মে কিছু ঘোষণা করা হয়নি। সোমবার সকাল থেকে বীরভূমের সিউড়ি শহরের মসজিদ মোড়, এসপি মোড়, টিনবাজার, বাস স্ট্যাণ্ড-সহ বেশকিছু এলাকায় দোকান খোলা হয়। সেই সমস্ত এলাকায় পুলিশ গিয়ে অভিযান চালায় এবং দোকানগুলি বন্ধ করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতা উভয়কে আটক করা হয়।




দোকান মালিকদের কয়েকজন জানান, “কেন্দ্রের নির্দেশ দেখে দোকান খুলেছিলাম। কিন্তু পুলিশ এসে বন্ধ করে দিল।” এছাড়া এদিন বাস স্ট্যাণ্ড দিয়ে যাতায়াতকারী প্রত্যেক টোটো চালককে আটকে টোটো বের করার কারণ জিজ্ঞাসা করা হয়। যথার্থ উত্তর দিতে পারলে ভালো নয়তো ওই টোটোর চালককে কান ধরে উঠবস করানো হয় এবং টোটোর চাকার হাওয়া খুলে দেওয়া হয়।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!