'কড়া শাস্তি হবে, অন্যায়ের কোনও সম্প্রদায় দেখব না', টিকিয়াপাড়া নিয়ে কড়া মমতা

Bharati Mandal
By -
0


'কড়া শাস্তি হবে, অন্যায়ের কোনও সম্প্রদায় দেখব না', টিকিয়াপাড়া নিয়ে কড়া মমতা



'কড়া শাস্তি হবে, অন্যায়ের কোনও সম্প্রদায় দেখব না', টিকিয়াপাড়া নিয়ে কড়া মমতা




হাইলাইটস




  • হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউন বজায় রাখতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এ দিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • হাওড়ার অন্যতম হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে লকডাউন কার্যকর করতে গিয়ে মঙ্গলবার আক্রান্ত হয় পুলিশ।

  • হাওড়ায় হটস্পটের সংখ্যা বাড়তে থাকায়, কড়া হাতে লকডাউন কার্যকর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।





হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউন বজায় রাখতে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে এ দিন মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই বলেন, 'টিকিয়াপাড়ার যে ঘটনা ঘটে ছিল তা খারাপ হয়েছে। আমি পুলিশকে বলেছি তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে। আমরা কোন কাজ সম্প্রদায় হিসেবে দেখি না। যে অন্যায় করে সেটা অন্যায় হিসেবেই দেখা হয়। তার কোন হিন্দু মুসলমান হয় না। ক্রাইম ইজ ক্রাইম।'




উল্লেখ্য, মঙ্গলবারের ওই ঘটনা নিয়ে ইতোমধ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে অভিযোগ উঠছে। সেই প্রসঙ্গেই এদিন অন্যায়কারীর ধর্মীয় পরিচয় নয়, তার কাজটিকে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। বিজেপির উদ্দেশেও তিনি বলেন, 'শকুনের মতো বসে রয়েছে, কখন কেউ মরবে আর এরা ঠুকরে খাবে। পুলিশ নিজের কাজ করছে। তারা কড়া ব্যবস্থা নেবে। দোষীরা কেউ ছাড় পাবে না। কিন্তু এসব নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।'


সেইসঙ্গে উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলেও তাঁর কটাক্ষ, 'ওখানেও তো পুলিশকে মারছে, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?'




উল্লেখ্য, হাওড়ার অন্যতম হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে লকডাউন কার্যকর করতে গিয়ে মঙ্গলবার আক্রান্ত হয় পুলিশ। মঙ্গলবার বিকেলে রাস্তায় জমে থাকা ভিড় হটাতে গেলে, মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় বেলিলিয়াস রোড। পুলিশের গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু ইট ছোড়া হয়। ইটের আঘাতে দুই পুলিশকর্মী গুরুতর ঘায়েল হয়েছেন। পুলিশের দু'টি গাড়িও ভাঙচুর করা হয়েছে। ঘটনার খবর পেয়েই ব্যাঁটরা ও হাওড়া থানা থেকে বাড়তি পুলিশ ফোর্স যায় ঘটনাস্থলে। নামে র‌্যাফ।




হাওড়ায় হটস্পটের সংখ্যা বাড়তে থাকায়, কড়া হাতে লকডাউন কার্যকর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার পরেই গত রবিবার থেকে হাওড়ায় কঠোর ভাবে লকডাউন শুরু হয়েছে। একমাত্র ওষুধের দোকান ছাড়া বাজার-দোকান সম্পূর্ণ বন্ধ। খুব প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। তার মধ্যেই মঙ্গলবার বিকেলে, লকডাউন উপেক্ষা করে ভিড় ভেঙে পড়ে টিকিয়াপাড়াপর বেলিলিয়াস রোডে, স্থানীয় একটি বাজারের সামনে।




লকডাউনের কথা মনে করিয়ে, পুলিশ জোর করে সেই ভিড় হটাতে গেলে, রাস্তায় জড়ো হওয়া লোকজনের সঙ্গে বচসা বাধে পুলিশের। উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল উড়ে আসে। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পুলিশের দু'টি গাড়িও ভাঙচুর করা হয়।




এ বিষয়ে রাজ্য পুলিশের পক্ষ থেকে টুইট করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড়া হবে না। অপরাধীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে। পুলিশের সেই টুইট রিটুইট করে তাঁর কড়া মনোভাবের কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রীও। ইতোমধ্যে ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!