মানুষের শরীরেই ধ্বংস হবে করোনা! আয়ুর্বেদিক ঔষধ দিলেন যোগগুরু বাবা রামদেব
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কোন কিছুতেই একেবারে দমানো যাচ্ছেনা করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করতে গিয়ে নাজেহাল অবস্থা দেশের তাবড় তাবড় চিকিৎসাবিজ্ঞানীদের। কিন্তু এখনো সেভাবে কোনো উপায় পাওয়া যায়নি। ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোক্যুইন দিয়ে আপাতত প্রাথমিক চিকিৎসা চালানো হচ্ছে। সারা বিশ্বের প্রায় ২৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষেরও বেশি মানুষের। ভারতে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৬,৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৮২৪ জনের। আক্রান্তদের মধ্যে প্রচুর মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছে। ৫,৮০৪ জন মানুষ সুস্থ হয়ে উঠেছে।
ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের ৫৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস থেকে মুক্তির উপায় নিয়ে বক্তব্য রাখলেন ‘রামদেব’। সম্প্রতি তিনি একটি মন্তব্যে বলেছেন সহজেই করোনার প্রতিকার সম্ভব। শুধু তাই নয়, যাদের করোনার উপসর্গ বোঝা যাচ্ছে না তাঁরাও তাঁর দাওয়াইয়ে খুব সহজেই সেরে উঠবে এই মারণ রোগের কবল থেকে। কি হবে রামদেব বাবার দাওয়াই? সেই প্রশ্নের উত্তরে একটি টেলিভিশন শো তে যোগগুরু রামদেব বলেন, “শুধু করোনা প্রতিরোধের জন্যই বিশেষ একটি প্রাণায়ম রয়েছে। সেটি হলো নাক দিয়ে নিঃশ্বাস টেনে রাখতে হবে। হাইপার টেনশন, ডায়াবেটিস ও হার্টের রোগীরা যদি ৩০ সেকেন্ড নিঃশ্বাস টেনে দম বন্ধ করে রাখতে পারেন তবে বুঝতে হবে তার মধ্যে করোনার সংক্রমণ ঘটেনি। সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সময়টা হবে ১ মিনিট।”
এর পাশাপাশি যোগগুরু আরো বলেন নাকে সর্ষের তেল টানলে সেটি সরাসরি পাকস্থলীতে পৌঁছাবে। পাকস্থলীর অ্যাসিডের পুরে ধ্বংস হবে করোনা ভাইরাস। শরীরে অক্সিজেনের ঘাটতির ফলেই করুনার সংক্রমণে ঘটছে, এমনটাই মনে করেন যোগগুরু বাবা রামদেব। তাই তাঁর মতে এই মারণ রোগ থেকে মুক্তির একমাত্র উপায় যোগাভ্যাস।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments