সোমবার থেকে জেলার মধ্যে গ্রিন জোনে চলবে বেসরকারি বাস, সর্বাধিক যাত্রী ২০!
হাইলাইটস
- মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করে দেন, রাজ্যের গ্রিন জোনে ট্যাক্সি চালু হবে সোমবার থেকে। কলকাতায় অরেঞ্জ জোনেও হলুদ ট্যাক্সিকে অল্প অল্প ছাড় দেওয়া হবে।
- রাজ্যের গ্রিন জোনগুলিতে সোমবার থেকে চলবে বেসরকারি বাস।
- ৪ মে থেকে রাজ্যের গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করেন তিনি।
৩ মে দ্বিতীয় দফার লকডাউনের শেষ দিন। তারপর আবার লকডাউন বাড়ারই আশঙ্কা। যদিও ইতোমধ্যে রেড জোন ছাড়া দোকান খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গেই মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করে দেন, রাজ্যের গ্রিন জোনে ট্যাক্সি চালু হবে সোমবার থেকে। কলকাতায় অরেঞ্জ জোনেও হলুদ ট্যাক্সিকে অল্প অল্প ছাড় দেওয়া হবে। বিষয়টি পুলিশকে দেখে নেওয়ার কথা বলেন তিনি। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, রাজ্যের গ্রিন জোনগুলিতে সোমবার থেকে চলবে বেসরকারি বাস।
তবে, এদিন তিনি নির্দিষ্টভাবে বলে দেন, বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। প্রতিদিন বাস স্যানিটাইজ করতে হবে। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে অনুমতি তুলে নেওয়া হবে।
সেইসঙ্গে ৪ মে থেকে রাজ্যের গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় ঘোষণা করেন তিনি। যেমন, খোলা থাকবে চা ও পানের দোকানও। তবে, সেই সব দোকানে কোনও আড্ডা মারা যাবে না। চা বা পান-বিড়ির দোকান থেকে প্রয়োজনের জিনিসটুকু নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। তা না হলে বন্ধ করে দেওয়া হবে দোকান। তিনি বলেন, 'আড্ডা কোনওভাবেই এখন অ্যালাউ করা হবে না।'
কিছু আয়রন স্টিল প্ল্যান্ট, কনস্ট্রাকশন প্ল্যান্ট খুলবে বলেও এদিন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে রেড জোনের ক্ষেত্রে অনুমতি আবশ্যিক। অনুমতি ছাড়া কোথাও কোনওকিছু খোলা যাবে না, তা এদিন স্পষ্ট করে দেন তিনি। সেইসঙ্গে স্পষ্ট করে দেন কনটেইনমেন্ট এরিয়ায় সম্পূর্ণ লকডাউন থাকবে। সেখানে এখনই কিছু করার নেই।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad
Post a Comment
0Comments