দেশে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নতুন করে আক্রান্ত ২০০০ জনের বেশি
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেল। বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ৩১,৩৩২। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০০৭। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৯৭ জন। এই সময়ে প্রাণ হারিয়েছেন ৭৩ জন। এখনও পর্যন্ত ৭৬৯৫ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এক্টিভ কেস এই মুহূর্তে ২২,৬২৯।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ৯৩১৮ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ৪০০ জন। তারপরেই আছে গুজরাট (৩৭৪৪), দিল্লি (৩৩১৪), মধ্যপ্রদেশ (২৩৮৭), রাজস্থান (২৩৬৪), তামিলনাড়ু (২০৫৮), উত্তরপ্রদেশ (২০৫৩), অন্ধ্রপ্রদেশ (১২৫৯), তেলেঙ্গানা (১০০৪)।
উল্লেখ্য, গত ১৪ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই লকডাউন বহু মানুষের চিন্তা বাড়িয়েছে, প্রত্যেকটি মানুষ কষ্টে আছেন। কিন্তু করোনাভাইরাস আটকাতে দেশবাসী যে প্রয়াস করছেন তা অভূতপূর্ব। এই প্রেক্ষিতে তিনি সকল দেশবাসীকে প্রণাম জানান। পাশাপাশি এও বলেন, ভাইরাস পরিস্থিতি রুখতে ভারত বিশ্বের অন্যান্য দেশের অনেক আগে থেকেই পদক্ষেপ নিয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়েও ভারতের অবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো।
এই মন্তব্য করেই প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে তিনি তাদের রাজ্যের পরিস্থিতির কথা জেনেছেন। মুখ্যমন্ত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের আর্জি যাতে লকডাউন বাড়ানো হয়। তিনিও মনে করেন, যে এই পরিস্থিতিতে লকডাউন বাড়ানোই শ্রেয়। তাই বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ৩ মে পর্যন্ত লকডাউন চলবে ভারতবর্ষে।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments