মূলত মেঘলা আকাশ বিরাজ করবে সারাদিন, বিকেলে বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা

Bharati Mandal
By -
0


মূলত মেঘলা আকাশ বিরাজ করবে সারাদিন, বিকেলে বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা



মূলত মেঘলা আকাশ বিরাজ করবে সারাদিন, বিকেলে বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা




কলকাতা: আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্ত ঝড় হওয়ার সম্ভাবনা। কলকাতায় সকালে তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রী । গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯০% কলকাতায় গতকাল বৃষ্টি হয়েছে সামান্য ৯.৮ মিলিমিটার।




আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে। ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ। এর কারণে বুধবার ২৯ এপ্রিল থেকে মৎস্যজীবীদের আন্দামান সাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান সাগরে তৈরি নিম্নচাপের ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।




বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরীর পর শক্তিশালী হবে ক্রমশ নিম্নচাপ টি। পরবর্তী ৪৮ ঘণ্টায় ক্রমশ গভীর নিম্নচাপ ও পরে প্রতি গভীর নিম্নচাপ হয়ে রবিবারের মধ্যে মায়ানমার উপকূলে পৌঁছতে পারে। প্রথমে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ থাকবে এই গভীর নিম্নচাপের পরে অভিমুখ বদল করে তা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলে পৌঁছাবে। প্রথমে ৪০ থেকে ৪৫ কিলোমিটার ঘণ্টায় গতিবেগ থাকবে ঝড় হওয়ার পরে এই গতিবেগ ক্রমশ বাড়বে এবং ৭০ কিলোমিটার ঘন্টায় গতিবেগে পৌঁছতে পারে এই গভীর নিম্নচাপের ঝড়ো হওয়া।




আমাদের রাজ্যে এর সরাসরি প্রভাব না থাকলেও পরোক্ষভাবে জলীয় বাষ্প প্রচুর ঢুকবে এবং তার জেরেই শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে।আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে ঝড়-বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টি আগামী ৪৮ ঘণ্টায় ।পরের ৪৮ ঘণ্টায় কিছুটা স্বস্তি । শনিবার থেকে ফের ঝড়-বৃষ্টি উত্তরবঙ্গে।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!