শুক্রবার থেকেই টাকা আসবে জনধন অ্যাকাউন্টে, জেনে নিন বিশদে
করোনার সঙ্গে লড়তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ১.৭ লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন আগেই। এবার তা বাস্তবায়িত করার পালা। কেন্দ্রীয় সরকারের কথা অনুযায়ী জনধন অ্যাকাউন্টে যেসব মহিলারা রয়েছেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আগামী তিনমাস ৫০০ টাকা করে ঢুকবে। এই টাকা দেবে কেন্দ্রীয় সরকার।
তবে টাকা তোলার জন্য যাতে মানুষ গ্রামে বা এটিএমে খুব বেশি ভিড় না করে সেটি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একেবারে সবার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন না। কয়েকটি ধাপে ধাপে টাকা পাঠানোর কাজ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
IBA-র তরফে জানানো হয়েছে, যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ০ বা ১ রয়েছে তাঁরা টাকা পাবেন শুক্রবার। অ্যাকাউন্ট নম্বরের শেষে ২ বা ৩ থাকলে তারা টাকা পাবেন শনিবার। শেষে ৪ বা ৫ থাকলে টাকা পাবেন মঙ্গলবার। ৬ ও ৭ থাকলে টাকা পাবেন বুধবার, ৮ ও ৯ থাকলে টাকা পাবেন বৃহস্পতিবার। এই ভাবে টাকা দিলে ব্যাংক বা এটিএমে মানুষ ভিড় বাড়াতে পারবেনা।
এছাড়াও আরো একাধিক প্যাকেজ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। তার মধ্যে একটি হলো আগামী তিনমাস দেশের সমস্ত বিপিএল কার্ডের অন্তর্গত পরিবারকে আগামী তিনমাস বিনামুল্যে রান্নার গ্যাস দেওয়া। ৮ কোটিরও বেশি মানুষ উপকৃত হবে বলে জানা গেছে।
শুক্রবার থেকেই টাকা আসবে জনধন অ্যাকাউন্টে, জেনে নিন বিশদে
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments