বিশ্বে করোনার কোপ LIVE: ১০ লক্ষ আক্রান্ত, তবুও আশায় বুক বাঁধছে আমেরিকা!
হোয়াইট হাউসে আমেরিকার শীর্ষস্থানীয় সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি আশা প্রকাশ করেন, এই ওষুধ করোনা মোকাবিলায় অব্যর্থ হতে চলেছে। তার পরই উচ্ছ্বাস দেখা যায় ওয়াল স্ট্রিটে। একলাফে ৬০০ পয়েন্ট উঠে যায় সূচক। হু অবশ্য জানিয়ে দিয়েছে, তারা এখনই কোনও মন্তব্য করতে চায় না।
--- গত ২৪ ঘন্টায় জার্মানিতে ১৪৭৮ জনের শরীরে পাওয়া গেছে করোনা সংক্রমণ।
--- সামাজিক দূরত্বের গাইডলাইন আর বাড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
--- কোভিড যুদ্ধে ভারতকে আরও ৩ মিলিয়ন মার্কিন ডলারের সাহায্য আমেরিকার।
--- বার্ষিক বোয়াও ফোরাম বাতিল করল চিন।
--- চিন জানিয়েছে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে করোনার আক্রান্তের সংখ্যা ৮২,৮৬২। মেনল্যান্ডে মৃত্যু হয়েছে ৪,৬৩৩ জনের।
--- গত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,৫০২ জনের।
--- পুরো বিশ্বে যেখানো করোনায় মৃত্যুর সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি, সেখানে শুধুমাত্র আমেরিকাতেই প্রাণ গিয়েছে ৬০ হাজারের বেশি মানুষের।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর।
Post a Comment
0Comments