মাস্ক পড়লেই করোনার হাত থেকে রেহাই নয়! ভয়ানক তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) | এখন বাংলা

Bharati Mandal
By -
0


মাস্ক পড়লেই করোনার হাত থেকে রেহাই নয়! ভয়ানক তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)



মাস্ক পড়লেই করোনার হাত থেকে রেহাই নয়! ভয়ানক তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) | এখন বাংলা - Ekhon Bengla




 ভাইরাস এখন সারাবিশ্বে প্রায় 202 দেশে ছড়িয়ে গেছে। সেই সঙ্গে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে এই ভাইরাসের আতঙ্ক। সারা বিশ্বে এখন করোনাভাইরাস এর দাপট চলছে। এই ভাইরাসের প্রভাব থেকে বাঁচার জন্য মানুষ প্রতিনিয়ত মুখিয়ে রয়েছে। ভারতবর্ষে করনা ভাইরাসের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে মুখে ব্যবহার করার মাস্ক এর চাহিদা গগনচুম্বী হয়েছে। বিশেষ করে n95 মাস্ক এর আকাল দেখা গিয়েছে। N95 মাস্ক এর আকাল ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কালোবাজারি চলছে। এমন সময়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি বিশেষ প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে যা রীতিমতো রোমহর্ষক।




তারা জানিয়েছে মাস্ক পড়লেই এই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে এমন ভাবনা ভাবার কোন কারণ নেই। তারা জানিয়েছেন মাস্ক পড়লেই এই ভাইরাসে আক্রান্ত হবেন না এই ধারণা ভুল। মাস্ক ব্যবহার করলে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সংক্রামিত হবার আশঙ্কা কমায় বলে জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপৎকালীন প্রকল্পের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর মাইক রায়ান জানিয়েছেন করোনা সংক্রমণ এড়াতে সকলের উচিত নিজেদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখা।




তবে সেটা যে সবসময় সম্ভব নয় এটাও তিনি উল্লেখ করে জানিয়েছেন। তবে n95 মাস্ক চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরই ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন। এদিন তিনি আরো জানান যে ছোট শিশুদের পক্ষে করনা ভাইরাসের সংক্রমণে উপসর্গ হচ্ছে দু-তিন সপ্তাহ ধরে কাশি বা জ্বর। তবে বয়স্ক বা প্রবীণ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হলে নিউমোনিয়ার মতো কঠিন ব্যধিতে আক্রান্ত হতে পারেন।







এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!