বেতন দিন না হয় স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিন ,এই দাবিতে মালদায় পথে নামলেন BFT কর্মীরা
বেতন দিন না হয় স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিন ,এই দাবিতে মালদায় পথে নামলেন BFT কর্মীরা |
অমিয় ঘোষ,মালদা:- আজ মালদা জেলায় বেতন দিন না হয় স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি দিন এই দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন BFT কর্মীরা। ১৪ মাস কাজ পাওয়া হয়ে গেলেও মাত্র এক মাসের বেতন পেয়েছে ।এই লোকডাউনের মধ্যে অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়েছেন প্রায় সকলে।এমত অবস্থায় ১৪ মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। তাই তারা স্বেচ্ছায় মৃত্যুর জন্য আবেদন করেছেন।
এই বিষয়ে পঞ্চায়েত BFT কর্মী মানব বাবু বলেন, আমরা ১৪ মাস আগে গ্রাম পঞ্চায়েতে NRGS এর দপ্তরে রাজ্য সরকারের এক জন কর্মী হিসেবে নিযুক্ত হয়। প্রথম মাসে বেতন পেলেও তারপর থেকে আর আমরা কোনো বেতন পাই নি । আমাদের সংসার চালাতে পারছি ।আমরা নিজের পরিবারের সদস্যদের ঠিক নয় খাওয়ার তুলে দিতে পারছি না ।তাই আমরা বাধ্য হয়েই আমরা স্বেচ্ছায় মৃত্যুর অনুমোদন চাইছি।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments