ফ্লিপকার্ট ও অ্যামাজনকে টেক্কা দিতে বাজারে এবার ‘জিওমার্ট’, জেনে নিন কিভাবে অর্ডার করবেন
ফ্লিপকার্ট ও অ্যামাজনকে টেক্কা দিতে বাজারে এবার ‘জিওমার্ট’, জেনে নিন কিভাবে অর্ডার করবেন |
নিউজ ডেস্ক : ইকমার্স সাইট ফ্লিপকার্ট এবং অ্যামাজনকে টেক্কা দিতে বাজারে নামছে জিও। লকডাউনের মধ্যেই উদ্বোধন হয়ে গেল তাদের ‘জিওমার্ট’ পরিষেবার। এর দ্বারা সমস্ত প্রয়োজনীয় মুদিখানার পণ্য থেকে শুরু করে স্ন্যাকস, বেকারী, পানীয় সবকিছুই গ্রাহকরা পাবেন ঘরে বসে।
হোয়াটস অ্যাপে ৮৮৫০০, ০৮০০০ নম্বরে হাই লিখলেই আসবে একটি লিঙ্ক। সেখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করে নিজের ঠিকানা এবং প্রয়োজনীয় জিনিসপত্রের লিস্ট দিলেই তা পৌঁছে যাবে আপনার বাড়িতে। টেলিকম ব্যবসার পাশাপাশি ইকমার্সেও থাবা বসালো মুকেশ আম্বানি।
কিছুদিন আগেই ফেসবুক এবং হোয়াটস অ্যাপ মালিক মার্ক জুকারবার্গ রিলায়েন্সের সঙ্গে একটি ব্যবসায়িক চুক্তি সই করেছিল যার ফলস্বরূপ বাজারে এলো জিওমার্ট। যে কোনো পণ্যের এমআরপির থেকে ৫% কম দামে পণ্য মিলবে জিওমার্টে।
Nokha in Rajasthan;
Bodhan in Telangana;
Nagarcoil in Tamilnadu;
Tadepalligudam in Andhra;
Raygada, Odisha;
Darjeeling, Bengal.
Now on Grocery eComm map, with Fruits&Veggies, too. Next wave of democratisation of modernity. #JioMart
Try with your pincode https://t.co/wrKLFTCDwV
— Damodar Mall (@SupermarketWala) May 24, 2020
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments