২৪ ঘণ্টায় মৃত ৮৩, দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৩৯ হাজার

Bharati Mandal
By -
0


২৪ ঘণ্টায় মৃত ৮৩, দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৩৯ হাজার



২৪ ঘণ্টায় মৃত ৮৩, দেশে করোনা আক্রান্ত ছাড়াল ৩৯ হাজার




 ভারতে করোনায় আক্রান্ত ৩৯ হাজার ছাড়াল। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ৯৮০ জন। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে যাওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৬৩২। অন্যদিকে দেশে মোট ১৩০১ জন রোগীর মৃত্যু হয়েছে।




গত ২৪ ঘণ্টায় ওড়িশায় নতুন করে আরও ৩ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। এই নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১৬০ জন। তবে সুস্থ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই ৫৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ জন।




মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে গুজরাট। রবিবার বেলা দশটায় দেশের করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাবে ভারতীয় সেনাবাহিনীর তিন শাখা। চলবে ফ্লাই পাস্ট। হেলিকপ্টার থেকে হাসপাতালগুলির উপর ফুলের পাঁপড়ি ছড়ানো হবে। ১৪৫ জন মারা গিয়েছেন মধ্যপ্রদেশে। তবে আক্রান্ত যেমন বাড়ছে, তেমনই দেশ জুড়ে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। ইতোমধ্যে সাড়ে ১০ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!