‘করোনা নিয়ে তথ্য লুকোনো হচ্ছে’, মমতাকে বার্তা ধনখড়ের

Bharati Mandal
By -
0


‘করোনা নিয়ে তথ্য লুকোনো হচ্ছে’, মমতাকে বার্তা ধনখড়ের









‘করোনা নিয়ে তথ্য লুকোনো হচ্ছে’, মমতাকে বার্তা ধনখড়ের





কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করোনা পরিস্থিতি নিয়ে তথ্য গোপনের অভিযোগ এনেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুধু তাই নয়, বাংলায় করোনায় সংক্রমিত ও মৃতের সংখ্যা নিয়ে প্রকৃত তথ্য পরিবেশনেরও দাবি জানিয়েছেন রাজ্যপাল।




রাজ্যকে বিঁধে শনিবার ফের টুইট করেন জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইটে রাজ্যপাল লেখেন, ‘COVID-19 তথ্য লুকনোর অপারেশন বন্ধ করুন৷ স্বছতার সঙ্গে আসল তথ্য শেয়ার করুন”।




এপ্রিলের ২০ তারিখ রাজ্যের তরফে হেলথ বুলেটিনে করোনা ভাইরাসের সংক্রমণ ছিল ৫৭২, সেখানে পরের দিন কোনও নতুন আপডেট নেই। শনিবার সকালের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা ৭৯৫, মৃত ৩৩। এই তথ্য দিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক।




বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ট্যুইট করছিলেন রাজ্যপাল ধনখড়। ট্যুইটে তিনি লিখছিলেন, ‘বিরোধীরা এমন ব্যবহার করছে যেন শকুন মৃতদেহের জন্য অপেক্ষা করছে’৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তিনি ব্যথিত বলে জানিয়েছিলেন ধনখড়৷





ট্যুইটে রাজ্যপালের প্রশ্ন, ‘সংবাদমাধ্যমকে কেন ভয় দেখানো হচ্ছে? কোনও কিছুই গোপন করা উচিত নয়। স্বাধীন সংবাদমাধ্যম হল গণতন্ত্রের মেরুদণ্ড। তাদের কেন চাপে রাখা হচ্ছে?’ এর আগেও তিনি বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ট্যুইট করেছিলেন, সেখানে লিখেছিলেন, ‘যাঁরা সমস্যায় রয়েছে তাদের প্রতি নজর দিন মুখ্যমন্ত্রী’।




শুক্রবার তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আলাদা রাজ্য মনে করেন। রাজনীতির চোখে সব কিছু দেখা বন্ধ করুন”। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের কাজ করতে সমস্যা তৈরি হয় বলে দাবি করে রাজ্যের সমালোচনায় ফের সরব হয়েছেন ধনখড়।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!