বাংলার আরও ৬ জেলা রেড জোনে, সংশোধিত তালিকা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Bharati Mandal
By -
0


বাংলার আরও ৬ জেলা রেড জোনে, সংশোধিত তালিকা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক



বাংলার আরও ৬ জেলা রেড জোনে, সংশোধিত তালিকা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক




 গাইডলাইন মেনে কোনও জোন করোনা সংক্রমণ মুক্ত ঘোষণা করতে হবে। কেন্দ্রের নির্দেশিকা মেনেই করতে হবে। এই মর্মে রাজ্যগুলিকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদন। পাশাপাশি রেড, অরেঞ্জ ও গ্রিন জোনের নয়া তালিকা সংশ্লিষ্ট রাজ্যগুলিকেও পাঠানো হয়েছে। রাজ্যের চিন্তা বাড়িয়ে বাংলার ৬টি জেলাকে রেড জোনের আওতায় ফেলল কেন্দ্র। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের নতুন করে রেড জোনের আওতায় ঢুকল দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও মালদহ।




উত্তরবঙ্গের চার জেলাকে রেড জোন ঘোষণা করা হল। তবে রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় রেড জোন চারটি। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব চিঠিতে জানিয়েছেন, কোনও জেলায় ২১ দিনের মধ্যে নতুন করে কেউ সংক্রমিত নাহলে তবেই তাকে গ্রিন জোন ঘোষণা করা যাবে। এই ক্ষেত্রে কেন্দ্রের গাইডলাইন মেনে করোনা সংক্রমণ মুক্ত ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে লকডাউন শিথিলের বিষয়েও রাজ্যের হাতে ততটা ক্ষমতা থাকছে না। তবে স্বাস্থমন্ত্রকের স্পষ্ট নির্দেশ, কেন্দ্রকে না জানিয়ে কোনও জোন করোনা সংক্রমণ মুক্ত ঘোষণা করতে পারবে না রাজ্যগুলি।




কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতি সপ্তাহে সংক্রমণের হার, কতদিনে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হচ্ছে, কতজন ব্যক্তি সংক্রমিতের সংস্পর্শে আসছেন, তা পর্যালোচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা নবান্নে জানিয়েছিলেন, রাজ্যের অরেঞ্জ জোনের দু’টি জেলায় গত ২৫ দিন কোনও সংক্রমণ হয়নি, তিনটি জেলা থেকে ২১ দিনের মধ্যে নতুন সংক্রমণ নেই। আরও দু’টি জেলায় গত সাত দিনে কোনও সংক্রমণ নেই। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এই নতুন তালিকা দেখে মনে করা হচ্ছে তালিকা তৈরির ক্ষেত্রে সম্প্রতি রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক প্রতিনিধি দলের রিপোর্ট প্রভাব ফেলেছে।




একনজরে দেখে নিন কোন জেলা কোন জোনে রয়েছে- 




রেড জোন- দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, মালদা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও কলকাতা।




অরেঞ্জ জোন- মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া ও হুগলি।




গ্রিন জোন- আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!