বিশেষ দিনে অঞ্জলিকে ম্যাঙ্গো কুলফি উপহার শচীনের
বিশেষ দিনে অঞ্জলিকে ম্যাঙ্গো কুলফি উপহার শচীনের |
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: সালটা ছিল ১৯৯৫ সালের ২৪ মে। আর এই দিনেই অঞ্জলির সঙ্গে চারহাত এক করে বিবাহিত জীবনে পথচলা শুরু করেছিলেন ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ তেন্ডুলকর। দেখতে দেখতে ২৫ বছরের বিবাহিত জীবনে পা দিলেন মাস্টার ব্লাস্টার। তবে এ বছর লকডাউনের কারণে ২৫ তম বিবাহ বার্ষিকীতে আড়ম্বরপূর্ণ ভাবে সেলিব্রেশন করেন নি শচীন। কিন্তু এবারের বিবাহবার্ষিকীতে স্ত্রী অঞ্জলিকে নিজের হাতে বানিয়ে বিশেষ উপহার তুলে দিলেন শচীন। আর যে পদ উপহার দিলেন তা নিঃসন্দেহে দারুণ ‘সুস্বাদু’। লকডাউনের আবহে ফের রাঁধুনির ভূমিকায় ধরা দিলেন ক্রিকেট ঈশ্বর। নতুন একটি খাবারের পদ বানাতে বেছে নিয়েছিলেন এই বিশেষ দিনটিকেই। গরমে লোভনীয়,জিভে জল আনা পাকা আমের কুলফি বানালেন তিনি। একেবারে নিজের হাতে। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে অন্যদের শিখিয়েও দিলেন ম্যাঙ্গো কুলফি বানানোর পদ্ধতি।
ভিডিওতে শচীন বলেন, “আজ ২৫ তম বিবাহ বার্ষিকীতে পরিবারকে সারপ্রাইজ দেব। ম্যাঙ্গো কুলফি বানিয়ে খাওয়াব সবাইকে।” কুলফি বানানোর পদ্ধতি দেখে বেশ বোঝা যায়, তা আনকোড়া হাতের কামাল নয়। লিটল মাস্টার এসবে ভালই পারদর্শী। সে কুলফি খেয়ে অবশ্য অঞ্জলি এবং পরিবারের বাকি সদস্যদের কী প্রতিক্রিয়া, তা জানা যায়নি।
লকডাউনের মধ্যে ছেলে-মেয়ে ও স্ত্রীর সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন শচীন। নিজেই নিজের চুল কেটে নিউ হেয়ার স্টাইলে কখনও ছবি পোস্ট করছেন, আবার কখনও নাপিতের ভূমিকায় ছেলে অর্জুনের চুল কেটে দিচ্ছেন শচীন। উল্লেখ্য এর আগে গতমাসে ২৪ এপ্রিল জন্মদিন ছিল মাস্টার ব্লাস্টারের। তবে দেশে ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য এবার নিজের বার্থ ডে-ও সে ভাবে সেলিব্রেশন করেন নি তেন্ডুলকর।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments