কনের মুখের মাস্ক এবার ফ্যাশনের নতুন দিশা: ভাইরাল ভিডিও
কনের মুখের মাস্ক এবার ফ্যাশনের নতুন দিশা: ভাইরাল ভিডিও |
নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনা পাল্টে দিয়েছে বিশ্বের চিত্র। যুগ যুগ ধরে চলা মানুষের অনেক কিছুতেই এসেছে পরিবর্তন। করোনার প্রভাবে এবার পাল্টে গেলো ফ্যাশন ট্রেন্ড।
কনের পোশাক একেবারেই আলাদা। পোশাকের সঙ্গে মানানসই মাস্ক না পড়লেই নয়।
আসামে এক কনে তার বিয়ের পোশাকের সঙ্গে পরেছেন কারুকার্যময় একটি মাস্ক। যেটা রেশম সুতোর তৈরি। তার সূক্ষ কাজই দৃষ্টি আকর্ষণ করবে আপনার।
এদিন করোনা যুদ্ধজয়ী ওই যুবক ফিরতে এলাকায় উৎসাহ দেখা গিয়েছে। পুলিশ পুষ্পস্তবক দিয়ে ওই যুবককে সংবর্ধনা জানান। সেখানে হবিবপুর থানার আইসি পূর্ণেন্দু মুখার্জি , ব্লকের বিডিও শুভজিৎ জানা , বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদিব রায় প্রমুখ উপস্থিত ছিলেন । ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন, ওই যুবক করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরেছেন। তাকে নিয়ে আর কোনও সমস্যা নেই। পুলিশ কর্তারা বলেন, কনটেইনমেন্ট এলাকা তুলে দেওয়া হয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments