বারাসাতের মদের দোকানের কাউন্টার গুলির সামনে পিঁপড়ের সারির মত লাইন করে সূরাপ্রেমী মানুষ

Bharati Mandal
By -
0


বারাসাতের মদের দোকানের কাউন্টার গুলির সামনে পিঁপড়ের সারির মত লাইন করে সূরাপ্রেমী মানুষ



বারাসাতের মদের দোকানের কাউন্টার গুলির সামনে পিঁপড়ের সারির মত লাইন করে সূরাপ্রেমী মানুষ




কল্যাণ দত্ত : বারাসাতের মদের দোকানের কাউন্টার গুলির সামনে পিঁপড়ের সারির মত লাইন করে সূরাপ্রেমী মানুষ। পুলিশ সজাগ তথাপি মানুষের সচেতনতার অভাবে স্বাস্থ্য নির্দেশিকা ভেঙে জটলা হল কমবেশি। 




একদিকে করোনার রক্তচক্ষু ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বন্ধ। লক ডাউন উপেক্ষা করে  বাড়িতে অনেক দরকারি সামগ্রী আনা যাচ্ছে না। মদের দোকান মদ্যপায়ীদের দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলে সোমবার। অন্যদিকে মদের দোকান খোলা ও   তিরিশ শতাংশ বাড়তি কর। ভিড় কিন্তু তবুও বাঁধ ভাঙা।অন শপ দোকান খোলা নেই। মদ কিনে বাড়ি ফিরতে হবে। অফ শপ গুলি খুলতেও দুপুর তিনটে ছাড়ালো,  তাতেও পরোয়া নেই সুরাপ্রেমী মানুষের। বারাসাতের বিভিন্ন মদের দোকানগুলির সামনে লম্বা লাইন।টোকেন নেওয়ার জন্য উপচে পড়ে সুরাপ্রেমী দের ভিড়।  তবে কলকাতা ও শহরতলির মদের দোকানের সামনে যে বিশৃঙ্খলা, সেটা উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাতের দোকানগুলির সামনে চোখে পড়ে নি।পুলিশের কড়া নজরদারিতে  সামাজিক দূরত্ব মেনে ও সরকারি নির্দেশিকা অনুযায়ী কাউন্টার অব্দি পৌঁছেছে মদপিপাসু মানুষের ঢল । কিন্তু পুলিশ কাছে না থাকলে নিয়ম ভেঙেছে মানুষ। পুলিশ দূরে সরে গেলে আবার যেইকার সেই।










এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!