BREAKING: মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার, আমেরিকায় করোনা আক্রান্ত ১০ লক্ষ

Bharati Mandal
By -
0


BREAKING: মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার, আমেরিকায় করোনা আক্রান্ত ১০ লক্ষ



BREAKING: মৃতের সংখ্যা ছাড়াল ৬৪ হাজার, আমেরিকায় করোনা আক্রান্ত ১০ লক্ষ




ওয়াশিংটন: বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রও আজ করোনার সামনে অসহায়। ট্রাম্প প্রশাসন করোনা রুখতে এখনও পুরোপুরি সফল না। এরই মধ্যে শনিবার মার্কিন মুলুকে মৃত্যু হল আরও ১৪৩৫ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ হাজার।




তবে শুধু মৃত্যুর সংখ্যা না, মার্কিন মুলুকে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা আঁতকে ওঠার মতো। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ১৬ হাজারে গিয়ে পৌঁছেছে। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন দেড় লক্ষ মানুষ।




সারা পৃথিবীতে মোট ৩০ লাখ ৪২ হাজারের মধ্যে একা ট্রাম্পের দেশে আক্রান্ত ১০ লক্ষের বেশি। অর্থাৎ করোনার মারণ কামড়ে মোট আক্রান্তের মধ্যে ৩ ভাগের ১ ভাগ মার্কিন মুলুকের। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪২ হাজার মানুষের। এরমধ্যে ৬৬ হাজারের বেশি আমেরিকান নিবাসী। অর্থাৎ মৃতের দিক থেকেও সারা পৃথিবীর মোট মৃত্যুর মধ্যে প্রায় ৪ ভাগের ১ ভাগ মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়।




দেশের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬১০ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১লক্ষ ২১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৭ হাজারের অধিক। শুক্রবারের তথ্য অনুযায়ী এই শহর ভিত্তিক রিপোর্ট সামনে এসেছে।




আশঙ্কার কথা হল প্রতিদিনই মার্কিন মুলুকে কখনও ১৫০০, কখনও ২০০০ বা তার বেশি মানুষের মৃত্যু ঘটছে। আক্রান্ত প্রতিদিন অসংখ্য। আমেরিকা কোন অন্ধকারের দিকে ছুটছে তা ভেবে শিউরে উঠছে বিশ্বের বাকি দেশগুলি।




অন্যদিকে মৃত্যু মিছিলের মাঝেও শুক্রবার আমেরিকায় ১২ টিরও বেশি রাজ্যে খুলেছে রেস্তোরাঁ, দোকান ও অন্য ব্যবসা। নিজস্ব বাধানিষেধ মেনে অর্থনীতি উদ্ধার করতে চলেছে ব্যবসা। তবে রেস্তরাঁতে ছিল না কোনও ওয়েটার পরিষেবা। টেবিলের কমপক্ষে ১০ ফুট দূরে বসে খেতে পেরেছেন মানুষ।





এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়


এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Open


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!