BREAKING: একদিনে আক্রান্ত ৭৯৬৪, দেশে করোনায় মৃত বেড়ে প্রায় ৫০০০
দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৭৯৬৪ জন। যার ফলে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩।
পাশপাশি ২৪ ঘন্টায় ২৬৫ জনের মৃত্যু হওয়ায় বেড়েছে মৃতের সংখ্যাও। বর্তমানে দেশজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৭১ -এ। দেশে মোট আক্রান্তের মধ্যে বর্তমানে আক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪২২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৩৭০ জন।
লকডাউন ৪ -এর শেষ সীমায় এসেও যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে পরবর্তী সময়ী কি অপেক্ষা করছে তা ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। রবিবারই শেষ হচ্ছে লকডাউন ৪.০ -এর মেয়াদ। শুক্রবারই মোদী-শাহের বৈঠক হয়েছে লকডাউনের পরবর্তী পর্যায় নিয়ে। এবার লকডাউন চালিয়ে যাওয়া হবে, না তা আংশিক প্রত্যাহার করা হবে, নাকি সম্পূর্ণ তা খুলে দেওয়া হবে তা হয়তো জানা যাবে শনিবারেই। সম্ভবত আজই সেই সিদ্ধান্তের কথা জানা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রককে এব্যাপারে বিভিন্ন সেক্টর ও রাজ্যগুলির দেওয়া তথ্য বিশ্লেষণ করতে বলা হয়েছে। এমনকি কিছু রাজ্য ইতিমধ্যেই লকডাউন বাড়িয়েছে। জানা যাচ্ছে, কংগ্রেস শাসিত রাজ্যগুলি লকডাউন বন্ধের কথা বলছে। কর্ণাটকের মতো রাজ্যগুলি ধর্মীয় কেন্দ্রগুলি পুনরায় চালু করার দাবি জানিয়েছে।
অন্যদিকে এদিকে, সংবাদসংস্থা এএনআই-কে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন, অমিত শাহের সঙ্গে তাঁর কথা হয়েছে। আরও ১৫ দিন লকডাউন বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে গোয়ার মুখ্যমন্ত্রীর দাবি, আরও কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা উচিৎ। সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে রেস্তোরাঁ, জিম খুলে দেওয়ার কথাও বলেন তিনি।
তবে ভয়ের যে সংখ্যা সামনে এসেছে তা হল, করোনায় মৃত্যুর বিচারে চিনকেও পিছনে ফেলেছে ভারত। আক্রান্ত হয়েছেন চিনের থেকে প্রায় দ্বিগুণ সংখ্যার মানুষ। আমেরিকার জন হপকিন্স ইউনিভারসসিটির তথ্য অনুযায়ী একথা জানা গিয়েছে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Googlenews
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
Post a Comment
0Comments