চীনের অ্য়াপ বাতিল আসলে ‘ঝিকে মেরে বৌকে শাসন’, বললেন অধীর
অমিয় ঘোষ:- বিজেপি সরকারের ৫৯ টি চীনের অ্য়াপ বাতিল আসলে ‘ঝিকে মেরে বৌকে শাসন’ বললেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার কেন্দ্র নিরাপত্তার প্রশ্নে চীনের ৫৯ টি অ্য়াপ বাতিল করেছে। এই প্রসঙ্গে অধীররঞ্জন চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, “এসব করে নরেন্দ্র মোদী চাইছেন চীনের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরী করতে।
গত ২ মাস আগেও এই অ্য়াপগুলিই ছিল সরকারের বিনিয়োগ টানার প্রধান হাতিয়ার। আসলে লাদাখে না পেরে নরেন্দ্র মোদী সরকার এখন এসব করছে। আসলে এই কাজকর্মের মানে হচ্ছে ‘ঝিকে মেরে বৌকে শাসন’ করার মতো কাজ। চীন আমাদের সেনাদের হত্যা করেছে, তাই ওদের সেই কারণে খারিজ করা উচিত, সেটা না করে দেশের নিরাপত্তার ধুয়ো তুলে এসব কেন করছেন নরেন্দ্র মোদী।”
[ আরোও পড়ুন, নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন, ‘এক দেশ এক রেশন কার্ড’-এর লক্ষ্যে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর | ]
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
Post a Comment
0Comments