আবার মালদার দেখা গেল বাম-কংগ্রেস জোট
অমিয় ঘোষ,মালদা:- পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সোমবার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে মালদা জেলা শাসক ভবনের সামনে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।
এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান অম্বর মিত্র, বাম শ্রমিক সংগঠনের নেতা দেবজ্যোতি সিনহা, সিপিএম নেতা কৌশিক মিশ্র, প্রাপ্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, কংগ্রেসর জেলা সভাপতি মোস্তাক আলম, কংগ্রেস নেতা কালীসাধন রায়,বিধায়ক ঈসা খান,ভুপেন্দ্র নাথ হালদার,মোত্তাকীন আলম ,ছাত্র নেতা মান্তু ঘোষ,জিসান আহম্মেদ সহ অন্যান্যরা। এই বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। টানা ২২ দিন ধরে জ্বালানীর দাম বৃদ্ধির ঘটনাকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী পদক্ষেপ বলেও সমলাচনা করা হয়।বিধানসভা নির্বাচনের আগে আবার মালদার মানুষ বাম-কংগ্রেস জোটকে দেখল রাস্তায়।
এই বিষয়ে শ্রমিক নেতা দেবজ্যোতি সিনহা বলেন-
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments