করোনা মোকাবিলায় “শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ”
অমিয় ঘোষ:- নদীয়া জেলার শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের ঢাকা পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইন সেন্টার হওয়ার পর থেকেই দুশ্চিন্তা আরো খানিকটা বেড়ে যায়। কিন্তু ঘরের ছেলে তো আর পর হয় না। তাদের নিয়মিত তিন বেলা খাবার দিতে গিয়ে তাদের কষ্ট অনুভব করে ওই এলাকার বাসিন্দা অপূর্ব লাল সাহা পাড়ার ছেলেদের নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে গড়ে তোলেন “শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ”।
এই মহৎ কর্মযজ্ঞে অংশগ্রহণ করেন অন্যান্য ওয়ার্ডের অনেক সহৃদয় মানুষ। আজ সমগ্র দুই এবং তিন নম্বর ওয়ার্ডের রাস্তা, গলি, আবর্জনার স্তুপ, জলাশয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে, হাইড্রোক্লোরাইড ও ফিনাইল স্প্রে করে জীবাণুমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত করেন তারা। সকলে জানান, “এভাবে শহরের আরো বাকি সমস্ত ওয়ার্ডেও জনমত গড়ে তুলে পরিষ্কার করতে চাই নিজেরাই”। সরকারি বিভিন্ন পরিষেবা কি তাহলে স্তব্ধ? ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অনেকেই, তবে সে ভরসা না থাকাই ভালো বলেই মনে করেন অনেকে।
আগামী সময়ে শান্তিপুরে আগত পরিযায়ী শ্রমিকদের সুবিধায় সদ্য গঠিত এই কমিটি পাশে থাকবে বলে জানা যায়।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments