৪৮ টাকা দিলে মিলবে ১ কোটি, জানুন পুরো বিষয়টা
নিউজ ডেস্ক: এলআইসি-র টার্ম ইনস্যুরেন্স প্ল্যান টেক টার্ম পলিসি হোল্ডারের পরিবারকে আর্থিক সুরক্ষা দিয়ে থাকে ৷ এই পলিসি কেবল অনলাইনে কেনা যাবে ৷ টেক টার্ম প্ল্যানের নম্বর ৮৫৪ ৷ UIN নম্বর হচ্ছে 512N333V01 ৷ এই স্কিমে পলিসি কভারের টাকা পলিসি ম্যাচিউর হওয়ার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার পরিবার পাবে ৷ তবে পলিসি ম্যাচিউর হওয়া পর্যন্ত পলিসি হোল্ডারের মৃত্যু না হলে এই লাভ মিলবে না ৷ কোনও দুর্ঘটনা বা যে কোনও কারণে মৃত্যু হলে এই কভার মিলবে ৷ তবে পলিসি নেওয়ার এক বছরের মধ্যে আত্মহত্যার জন্য কোনও কভার মিলবে না ৷
এই পলিসিতে Minimum Assured Amount ৫০ লক্ষ টাকা ৷ এতে কোনও আপার লিমিট নেই ৷ পলিসি হোল্ডারের কাছে অপশন রয়েছে যে তিনি ছ’মাসে, বছরে বা সিঙ্গল প্রিমিয়ামের অপশন সিলেক্ট করতে পারবেন৷ পলিসি ন্যূনতম ১০ বছরের জন্য বা অধিকতম ৫০ বছরের জন্য করা যাবে ৷ পাশাপাশি এই পলিসির জন্য ম্যাচিউরিটির সময় অধিকতম বয়স ৮০ বছর হতে পারে ৷ প্রিমিয়াম রেট এর উপরও নির্ভর করবেন যে পলিসিহোল্ডার ধূমপান করেন কিনা ৷ ১৮ থেকে ৬৫ বছরের ব্যক্তি এই পলিসি করাতে পারবেন ৷স্মোকার ও নন স্মোকারের ক্ষেত্রে আলাদা প্রিমিয়াম ঠিক করা হয়েছে ৷ আবার পুরুষদের ক্ষেত্রে প্রিমিয়াম বেশি ও মহিলাদের ক্ষেত্রে প্রিমিয়াম কম ৷ ডেথ বেনিফিটের টাকা পলিসি হোল্ডারের পরিবারকে কিস্তিতে বা একবারে দেওয়া যেতে পারে ৷ কিন্তু পলিসি হোল্ডার বেঁচে থাকলে কিছু মিলবে না কারণ এটি একটি টার্ম প্ল্যান ৷ পলিসি কেনার জন্য www.licindia.in ওয়েবসাইটে যেতে হবে এবং 80 সি অনুযায়ী, ট্যাক্স ছাড় মিলবে ৷ ৩০ বছরের ব্যক্তি ৩০ বছরের টার্মের জন্য ৫০ লক্ষ টাকার এলআইসি টার্ম প্ল্যান কিনলে বছরে জিএসটি -সহ ৯৯১২ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ১ কোটি টাকার কভার নিলে দিতে হবে বছরে ১৭৪৪৫ টাকা ৷
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments