পেট্রল, ডিজেলের মূল্য বৃদ্ধিতে বিক্ষোভ কর্মসূচি পূর্ব বর্ধমানের কাটোয়ায়
কল্যাণ দত্ত, নিউজ ডেস্ক : পেট্রল ও ডিজেলের বর্তমান মূল্য ব্যাপক হারে বেড়েছে, আর এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচি করলো পূর্ব বর্ধমানের, কাটোয়া এস ইউ সি আই এর পক্ষ থেকে। বিক্ষোভ কর্মসূচি হয় কাটোয়া স্টেশনবাজার সংলগ্ন এলাকায়।
জানা যায় টানা বেশ কয়েকদিন ধরে বেড়েই চলেছে পেট্রল, ডিজেলের দাম। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বর্তমানে ৮০.১৩ টাকা, যেখানে দাম ছিল লিটার প্রতি ৭৯.৫৯ টাকা। এভাবে ক্রমাগত পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধিতে চিন্তা বাড়ছে মধ্যবিত্তদের। এই দাম আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছাবে সেটাই ভাবছেন সবাই। করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে প্রায় দুমাস রাস্তাঘাটে গাড়ির যাতায়াত ছিল অনেক কম, ফলে জ্বালানি তেলের দামে খুব একটা প্রভাব পড়েনি। কিন্তু লকডাউন কিছুটা শিথিল হতেই পেট্রল, ডিজেলের উপর শুল্ক বাড়াচ্ছেন সরকার এমনটাই অভিমত বিক্ষোভকারীদের। আর সেইজন্যই এই বিক্ষোভ কর্মসূচি বলেই জানা যায়।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Post a Comment
0Comments