নির্যাতিত পুরুষ সমাজ এর পাশে দাঁড়াতে ও "আন্তর্জাতিক পুরুষ দিবস" স্মরণে প্রচারে “অভিযান সোসাইটি”
অমিয় ঘোষ, মালদাঃ আগামী কাল ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস। সেই দিবসকে স্মরণ করতে পথসভায় নামলো "অভিযান ওয়েলফেয়ার ট্রাস্ট" এর মালদা জেলার সদস্যরা। সারা বিশ্ব জুড়ে এই দিনটি আনন্দের সাথে পালন করা হয়ে থাকলেও পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অর্ধেকের বেশি মানুষ দিনটি সম্পর্কে জানেনই না। ১৯ শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসের উপলক্ষে বাংলার সর্ববৃহৎ পুরুষ অধিকার সংগঠন অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট মালদা শাখার সদস্যরা আজ ১৮ ই নভেম্বর মালদা জেলার পোস্ট অফিস মোড়ে পথসভার আয়োজন করেন। পাশাপাশি মাস্ক বিতরন ও লিফলেট বিলিও করেন।
এই দিন ট্রাস্টের এক সদস্য শুভ্রানশু দাস বলেন,"আমাদের মূল দাবী হবে লিঙ্গ নিরপেক্ষ আইন চালু ও পুরুষ কমিশন গঠন।"
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ,দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780/9593275489 এই নম্বরে, ধন্যবাদ।
Post a Comment
0Comments