ফের মিলল আক্রান্তের খোঁজ রাজ্যে মোট করোনা আক্রান্ত ২১
ওই আক্রান্ত প্রৌঢ়ের বয়েস ৫৯ বছর। তিনি সম্প্রতি দূর্গাপুর গিয়েছিলেন।
নিউজ ডেস্ক: এক ঘণ্টার মধ্যে মিলল তিন আক্রান্তের খোঁজ ভয় দেখিয়ে রাতারাতি করোনা আক্রান্তের সংখ্যা ২১ এ পৌঁছে গেল।এবার আক্রান্ত হলেন প্রৌঢ়। তিনি শেওড়াফুলির বাসিন্দা। শনিবার জ্বর নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন রক্ত পরীক্ষার পরে তার শরীর করোনা পজিটিভ এসেছে। ওই আক্রান্ত প্রৌঢ়ের বয়েস ৫৯ বছর। তিনি সম্প্রতি দূর্গাপুর গিয়েছিলেন।
এ দিন সন্ধেতেই রাজ্যে নতুন করে ২ আক্রান্তের কথা জানা যায়। এই প্রথম করোনা আক্রান্ত হন এ রাজ্যের এক চিকিৎসক। আলিপুরে কমান্ড হাসপাতালের চিকিৎসক দিল্লি থেকে ফিরেছিলেন সম্প্রতি। ৫২ বছরের ওই অ্যানাস্থেটিস্ট জ্বর,শ্বাসকষ্টে ভুগতে শুরু করায় তাকে নাইসেডে নিয়ে আসা হয় পরীক্ষার জন্যে।
করোনা আক্রান্ত আরেক বৃদ্ধের বাড়ি বরাহনগরে। লেকটাউনের এক নার্সিংহোমে ভর্তি তিনি। ২৬ মার্চ থেকে জ্বর নিয়ে হাসপাতালে বৃদ্ধ ।
সম্প্রতি বৃদ্ধের ভাই মধ্যপ্রদেশ থেকে ফেরেন। কয়েক ঘণ্টায় এই তিন আক্রান্তের খোঁজ মেলায় মোট আক্রান্তের সংখ্যাটা গিয়ে দাঁড়াল ২১।
ফের মিলল আক্রান্তের খোঁজ রাজ্যে মোট করোনা আক্রান্ত ২১ | এখন বাংলা - Ekhon Bengla
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments