বিছানায় ঝড় তুলতে বাধা দিচ্ছে স্মার্টফোন, অবাক করা তথ্য দিচ্ছে গবেষণা
নিউজ ডেস্ক : বর্তমান পরিস্থিতিতে আমরা এক মুহূর্ত মোবাইল ছাড়া থাকতে পারি না। বিশেষত যুব সমাজ স্মার্ট ফোনের প্রতি বেশি আকৃষ্ট। সম্প্রতি ব্রিজহ্যাম ইউনিভাসির্টির গবেষণা চালিয়েছেন ১৪৩ জনের ওপর, এবং জানিয়েছেন যৌনজীবন অকালে নষ্ট হওয়ার জন্য স্মার্ট ফোন কেই দায়ী করেছেন।
কারন হিসাবে দেখিয়েছেন বিছানায় স্মার্ট ফোন নিয়ে বসে থাকলে পাশের জন ধরুন আপনার সঙ্গিনী ভাবতে থাকে তাঁর প্রতি আপনার খেয়াল নেই, বেশি স্মার্ট ফোনকেই প্রাধান্য দিচ্ছেন, এই ফলে আত্ম বিশ্বাস কমতে থাকে একে অপরের প্রতি। ফলে জন্ম নেয় ডিপ্রেশানের।
গবেষকরা এর একটি নামও দিয়েছেন ‘টেকনোফেয়ারেন্স’। তবে এই রোগ থেকে মুক্তির জন্য প্রথমেই টেকনোলজি ফ্রি জোন বেড রুম হতে হবে। এবং সঙ্গীর সাথে মিশতে হবে, সময় কাটাতে হবে, এবং অভিযোগ গুলিও শুনতে হবে। তবেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
বিছানায় ঝড় তুলতে বাধা দিচ্ছে স্মার্টফোন, অবাক করা তথ্য দিচ্ছে গবেষণা | এখন বাংলা - Ekhon Bengla
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments