করোনা আক্রান্ত বিএসএফের আধিকারিক, আতঙ্কে কোয়ারেন্টাইনে ৫০ জন জওয়ান
নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের গোয়ালিয়রে করোনায় আক্রান্ত হন এক বিএসএফ কর্মী। ফলে ওই অ্যাকাডেমিতে থাকা বাকি ৫০ জন বিএসএফ(BSF) কর্মীকেও কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়। আজ পর্যন্ত মধ্যপ্রদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা হল ৩৪। এর মধ্যে ২ জনের মৃত্যু হয়।
জানা যায়, কয়েকদিন আগেই মধ্যপ্রদেশের এডিজি (ADG)ও আইজি (IG) বিএসএফের এই করোনা আক্রান্ত আধিকারিকের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের বাকি জওয়ানরাও। সেদিনের বৈঠকে বিএসএফ নির্মিত কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে আলোচনা করা হয়। করোনায় আক্রান্ত ৫৭ বছরের বিএসএফ আধিকারিককে নিয়ে তাই চিন্তায় মধ্যপ্রদেশের বিএসএফ কর্তারা। কারণ এই আধিকারিকের স্ত্রী কয়েকদিন আগেই বিলেত থেকে ফেরেন। তাঁর থেকেই আধিকারিক আক্রান্ত হন বলে জানান চিকিৎসকরা। বিএসএফ আধিকারিকের শরীরে করোনার নমুনা মেলায় চিন্তার ভাঁজ পড়ে বাকিদের কপালে।
কারণ, যখন আধিকারিকের সঙ্গে বিএসএফের বাকি কর্মী-সহ উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেছিলেন তখন তাঁর মধ্যে করোনার কোনও লক্ষণ দেখা যায়নি। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন ও পরীক্ষা করে তাঁর শরীরে করোনার নমুনা পাওয়া যায়। আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএসএফের এই উচ্চপদস্থ আধিকারিক। তবে সমস্যা হল এই উচ্চপদস্থ আধিকারিক গত কয়েকদিনে প্রায় ৩০ জনেরও বেশি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। ফলে তাদের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়।
তবে শুধুমাত্র বিএসএফ নয় শনিবারই মধ্যপ্রদেশে সিআইএসএফের এক কর্মীর শরীরে করোনার নমুনা পাওয়া যায়। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে, আর ৩ বিদেশি নাগরিক-সহ করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। তবে লকডাউনের মাঝে ক্রমশ করোনার সংখ্যা বাড়তে থাকায় প্রমাদ গুনছেন চিকিৎসকরা।
করোনা আক্রান্ত বিএসএফের আধিকারিক, আতঙ্কে কোয়ারেন্টাইনে ৫০ জন জওয়ান | এখন বাংলা - Ekhon Bengla
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments