প্রতি বছর ফিরে আসতে পারে নোভেল করোনা ভাইরাস, আশঙ্কা বিশেষজ্ঞদের

Bharati Mandal
By -
0


প্রতি বছর ফিরে আসতে পারে নোভেল করোনা ভাইরাস, আশঙ্কা বিশেষজ্ঞদের



প্রতি বছর ফিরে আসতে পারে নোভেল করোনা ভাইরাস, আশঙ্কা বিশেষজ্ঞদের




 নোভেল করোনা ভাইরাস থেকে সহজে মুক্তি নেই। প্রতি বছরই ফিরে আসতে পারে এই মারণ ভাইরাস। সম্প্রতি এমন আশঙ্কার বাণীই শোনালেন চিনের বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, সাধারণ সর্দি জ্বরের মতোই হয়তো প্রতি বছর হবে এই করোনা সংক্রমণ। হুয়ের হিসাব অনুযায়ী এই সাধারণ সিজনাল ফ্লু’তেই প্রতি বছর সারা পৃথিবীতে ৩ লক্ষ থেকে ৬ লক্ষ মানুষ প্রাণ হারান।




ব্লুমবার্গ নিউজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চাইনিজ একাডেমি অফ মেডিক্যাল সায়েন্সের বিশেষজ্ঞ জিন কুই জানিয়েছেন, ‘এই মহামারী আগামী বেশ কয়েকবছর মানুষের মধ্যেই থাকবে। আমাদের আশঙ্কা এই সিজনাল হয়ে যাবে।’ বিশ্বজুড়ে বেশিরভাগ বিশেষজ্ঞই একই কথা বলছেন। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ এলার্জি এন্ড ইনফেকশিয়াস ডিজিজের ডিরেক্টর আন্তোনি ফাউকিও জানিয়েছেন, হয়তো প্রতি শীতেই এই ভাইরাসের সংক্রমণ দেখা দেবে।




ভারতের বিশেষজ্ঞরাও আশঙ্কার এই একই বাণী শোনাচ্ছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের ডিরেক্টর ডাঃ দিলীপ মাভলঙ্কার জানান, ‘অবশ্যই এই ভাইরাস অনেকদিন থাকবে। কারণ এর সংক্রমণের হার প্রচণ্ড বেশি। আর অনেকের মধ্যে এই রোগের কোনও উপসর্গ দেখা দেয় না। ফলে তারা অজান্তেই কিন্তু সংক্রমণ ছড়াতে থাকবেন। আর আমাদের মতো জনবহুল দেশে সবার পরীক্ষা করা সম্ভব নয়। ফলে এই ভাইরাসের সংক্রমণ রোখা খুব সহজ নয়।’




প্রসঙ্গত, বিজ্ঞানীরা আপাতত সাত ধরণের করোনা ভাইরাস খুঁজে পেয়েছেন, যেগুলি মানবদেহে সংক্রামিত হয়। এর মধ্যে চারটি সিজনাল। এগুলির ফলে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা যায়। সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ করোনা সংক্রমণের ঘটনা ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে দেখা যায়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি হয়। জুন ও সেপ্টেম্বরের মাঝে খুব কম করোনা ভাইরাসের সংক্রমণ হয়।             





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : Open


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!