করোনার এই ৬ টি নতুন উপসর্গ চিন্তায় ফেলেছে গবেষকদের, পড়ুন বিস্তারিত
সারা বিশ্বে এখন আতঙ্কের একটাই নাম, করোনা ভাইরাস। একের পর এক মানুষের শরীরে আক্রমণ ঘটিয়ে চলেছে এই ভাইরাস আর সেই সঙ্গে ঘটিয়ে চলেছে জিনের পরিবর্তন ফলে ঘুম উড়েছে চিকিৎসক থেকে বিশেষজ্ঞদের।
একের পর এক নতুন উপসর্গ দেখা দিচ্ছে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে। শুধু জ্বর, সর্দি, কাশি বা গলাব্যথা নয় এছাড়াও আক্রান্তদের চোখ লাল হয়ে যাওয়া থেকে শুরু করে তারা কোনো রকম স্বাদ বা গন্ধ বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলছেন যা তারা নিজেরাই বুঝতে পারছেন না। ফলে উপসর্গহীন হয়েও তারা নিজেদের অজান্তেই ছড়িয়ে ফেলছে ভাইরাস।
আমেরিকার সংস্থা দি সেন্টার’স ফর ডিজিজ কন্ট্রোলের বিশেষজ্ঞরা জানাচ্ছেন দেহের তাপমাত্রা কমে যাওয়া, ঠান্ডায় কাঁপুনি দেওয়া, পেশিতে ব্যথা, মাথা যন্ত্রণা, গলায় ব্যথার পাশাপাশি স্বাদ এবং গন্ধ নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলছেন অনেক আক্রান্ত ফলে এসব নতুন উপসর্গের সঙ্গে করোনার সঙ্গে যুদ্ধ করা আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments