কিভাবে পাবো ফেসবুকে ‘কেয়ার রিয়েকশন’, তোলপাড় ফেসবুকের নিউজফিড
কিভাবে পাবো ফেসবুকে ‘কেয়ার রিয়েকশন’? হ্যাঁ এই প্রশ্নই এখন ফেসবুকের নিউজফিডে নিউজফিডে ঘুরছে। সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড এখন ফেসবুকের ‘কেয়ার রিয়েকশন’, যারা ইতিমধ্যেই এই রিয়েকশন পেয়েছেন তারা এই করোনার আবহেও যেন যুদ্ধ জয় করে ফেলেছেন তবে অধিকাংশ ইউজাররাই যে এখনো এই রিয়েকশন ব্যবহারের সুযোগ পায়নি তা আর বলার অপেক্ষা রাখে না,আক্ষেপ ঝরে পড়ছে অধিকাংশ ইউজারের পোস্টেই।
সবথেকে মজার বিষয় কিভাবে কেয়ার রিয়েকশন পাওয়া যাবে তা নিয়ে ইতিমধ্যেই গুগুলে অথবা ইউটিউবের সার্চ ইঞ্জিনে প্রশ্ন করে ফেলেছেন নেটিজেনরা এবং তা নিয়ে শয়ে শয়ে আর্টিকেল অথবা ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্লাটফর্মে।
কেউ এই রিয়েকশন পেয়েছে, কেউ পায়নি, কেউ বা খুব জলদিই পেতে চলেছে তবে এই কেয়ার রিয়েকশন যে নেটিজেনদের নতুন ট্রেন্ড তা আর বলার অপেক্ষা রাখে না।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর।
Post a Comment
0Comments