কোভিড হলেও লেখা যাবে না ডেথ সার্টিফিকেটে, বিতর্কে সরানো হল সুপারকে
কলকাতা: বদলি করে দেওয়া হল মুর্শিদাবাদ জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ দেবেশ সাহাকে।তাঁর জায়গায় মুর্শিদাবাদ মেডিক্যালের সুপার ও ভাইস প্রিন্সিপ্যাল হবেন ডক্টর শর্মিলা মল্লিক। এতদিন তিনি ওই হাসপাতালেরই কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন। তবে তাঁর বদলির কারণ এখনও জানায়নি স্বাস্থ্যভবন।
এদিকে দেবেশ সাহাকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক হিসেবে।
এনিয়ে বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, “শুনেছিলাম হাসপাতালের একটি অর্ডার সামনে এসেছিল কয়েক দিন আগে। রোগীর কোভিড হলেও তা ডেথ সার্টিফিকেটে না লেখার কথা সেই অর্ডারে বলা হয়েছে বলে শুনেছি। তার পরেই সুপারকে সরানো হল।
এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর।
Post a Comment
0Comments