লকডাউনের বিরাট প্রভাব পড়ল গঙ্গায়, অবাক স্থানীয়রা
অনেকে বিশ্বাস করেন কোনও কিছুর প্রভাব ১০০ শতাংশ খারাপ হবে, তা হয় না। নদীর একূল ভাঙলে ওকূল যে গড়বে তা স্বাভাবিক। লকডাউনেও দেখা যাচ্ছে তেমন চিত্র। একদিকে যেমন চারিদিকে ঘরে বদ্ধ মানুষ, কর্মসঙ্গস্থান নিয়ে রীতিমতো চিন্তিত মানুষ। অন্যদিকে লকডাউনের জেরে বিশুদ্ধ হচ্ছে পরিবেশ। আগেই পরিবেশবিদরা জানিয়েছিলেন, লকডাউনের প্রভাবে পরিবেশে ফিরছে প্রায় না দেখতে পাওয়া প্রাণীরা। এবার তথ্য লকডাউনের জেরে পরিষ্কার হচ্ছে গঙ্গা।
ড. পিকে মিশ্র, আইআইট-বিএইচইউ-র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির অধ্যাপক জানাচ্ছেন, “গঙ্গার দূষণের ১০ ভাগের ১ ভাগ আসে ইন্ডাস্ট্রি থেকে। যেহেতু লকডাউনের জন্য শিল্প উৎপাদন বন্ধ রয়েছে। তাই অবস্থা এখন অনেক ভালো। ” তিনি জানিয়েছেন, গঙ্গার অবস্থা ৪০-৫০ শতাংশ ভালো হয়েছে লকডাউনের জেরে।
পাশাপাশি তিনি জানিয়েছেন, ১৫-১৬ মার্চ নাগাদ বৃষ্টি হওয়ায় গঙ্গায় জলের মাত্রা বেড়েছে। যার আসল অর্থ হল বেড়েছে পরিষ্কার হওয়ার ক্ষমতাও। তিনি বলেছেন, মার্চের ২৪ তারিখের আগে অর্থাৎ লকডাউনের আগের অবস্থার বিচারে গঙ্গার অবস্থা অনেকটা ভালো।
বারাণসীর স্থানীয় মানুষেরা অবাক হয়ে জানিয়েছেন, “আজ তাঁরা যে গঙ্গা দেখছেন, আর আগে যে গঙ্গা দেখতেন তাঁর মধ্যে বিস্তার ফারাক রয়েছে। এখন জল অনেক বেশি পরিষ্কার দেখতে লাগছে।”
অন্য এক স্থানীয় ব্যক্তি জানাচ্ছেন, মাত্র ১০ দিনে জল এতটা পরিষ্কার হয়েছে। তিনি আশা করছেন, আর কয়েকদিনের লকডাউনের ফলে গঙ্গা আরও শুদ্ধ হয়ে উঠবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণার কথা জানিয়েছিলেন মোদী। ২১ দিনের এই লকডাউনের অন্যতম লক্ষ্যই ছিল করোনাকে রুখে দেওয়া। তবে করোনাকে রোখার পাশাপাশি লকডাউনে পরিবেশও যে কিছুটা সুস্থ হয়েছে, তা নিঃসন্দেহে বলাই যায়।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments