করোনা ঠেকানোর দাওয়াই দিলেন বাবা রামদেব! জেনে নিন কি সেই দাওয়াই
করোনা ভাইরাসকে সামাল দিতে যেখানে হিমিশিম খাচ্ছে ভারত সরকার সেখানে একটি নিউজ চ্যানেলের অনুষ্ঠানে এসে সব সমস্যার সমাধান করে দিলেন বাবা রামদেব। একের পর এক করোনার প্রতিকার বললেন তিনি যার ফলে উপকৃত হবেন দেশের সব মানুষই।
প্রথমে তিনি বললেন কিভাবে কেই বুঝবে যে তার দেহে আদৌ করোনা ভাইরাস আছে কি না। এর জন্য তিনি বলেন, যদি কোনো তরুণ বা মধ্যবয়স্ক ব্যক্তি এক মিনিট অবধি নিজের নিঃশ্বাস চেপে রাখতে হবে তাহলে তার শরীরে করোনা নেই বলে ধরে নিতে হবে। তবে যাদের হৃদযন্ত্রে সমস্যা আছে তারা ৩০ সেকেন্ড অবধি নিঃশ্বাস চেপে রাখতে পারেন।
এছাড়াও তিনি উজ্জ্বয়ী নামের এক প্রাণায়ামের কথা বলেন। গলাকে সংকুচিত করে নিশ্বাস ধরে রাখতে হবে। তারপর ধীরে ধীরে তা ছাড়তে হবে। এভাবে করোনাকে শরীর থেকে বিদায় দেওয়া সম্ভব। তা না হলে, সরষের তেল নাক দিয়ে টানলে করোনার জীবাণু সোজা পাকস্থলীতে চলে যাবে এবং পাকস্থলীর অ্যাসিডে ওই জীবাণু বাঁচবেনা বলে জানান তিনি। বাবা রামদেবের মুখে এসব কথা শুনে অনেক চিকিৎসক, বিজ্ঞানীই হতবাক।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments