আরও বাড়ানো হোক লকডাউনের মেয়াদ! কেন্দ্রকে আর্জি জানাতে পারে একাধিক রাজ্য
দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। তবু করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ক্রমশ। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে লকডাউন শিথিল করছে কেন্দ্র। ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে পৌরসভা এলাকার বাইরের সমস্ত দোকান খোলা যাবে। শপস এন্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতায় যেসব দোকান রয়েছে তারা তাদের ব্যবসা শুরু করতে পারে। আর এই ঘোষণা হওয়ার পর থেকেই ক্রমশ চিন্তার ভাঁজ স্পষ্ট হচ্ছে কিছু রাজ্যের।
দিল্লি, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্যগুলি চাইছে লকডাউন আরো কিছুদিন বাড়ানো হোক, কেন্দ্র অনুমতি যা দিলেও নিজেদের উদ্যোগে তারা লকডাউন বাড়াতে চায়। অন্যদিকে তামিলনাড়ু ও লকডাউন বাড়ানোর পক্ষে। পাঞ্জাব একটি বিশেষজ্ঞ টিম তৈরি করে তাদের রায়ের ওপরেই সিদ্ধান্ত নেবে বলে ঘোষণা করেছে। তবে কর্ণাটকের মতে শুধুমাত্র যে জায়গাগুলিতে করোনা আক্রান্তের খবর মিলছে সেখানেই লকডাউন থাকুক। বিহার ম, রাজস্থানের মতো রাজয়গুলি অন্তঃরাজ্য পরিবহণ ব্যবস্থা চালু করতে চাইছে।
এখনো অবধি এই বিষয়ে পশ্চিমবঙ্গের অবস্থান স্পষ্ট নয়। যদিও মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও লকডাউন শিথিল করার পক্ষেই। হয়তো ৩ তারিখের পর থেকে ধাপে ধাপে শিথিল করা হবে লকডাউন।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Post a Comment
0Comments