লকডাউনে কাশ্মীরের পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ, রেডিওতেই চলবে ক্লাস

Bharati Mandal
By -
0


লকডাউনে কাশ্মীরের পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ, রেডিওতেই চলবে ক্লাস



লকডাউনে কাশ্মীরের পড়ুয়াদের জন্য নয়া উদ্যোগ, রেডিওতেই চলবে ক্লাস





লকডাউনের জেরে শিকেয় উঠেছে শৈশব। বন্ধ হয়েছে স্কুল-কলেজের গেট। তবে থেমে নেই পড়াশোনা। বিভিন্ন সংবাদ চ্যানেলে প্রতিদিন চলছে পঠন-পাঠন। তাই কাশ্মীরের পড়ুয়াদের সহায়তায় এগিয়ে এল অল ইন্ডিয়া রেডিও(AIR)।




উনবিংশ শতাব্দীতে মারণ ভাইরাসের জেরে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তবে গেজেটসের দুনিয়ায় যেকোনও দূরত্বকে মুছে দেওয়া যায় এক নিমেশে। লকডাউনে পড়ুয়াদের সিলেবাসে যাতে কোনও প্রভাব না পড়ে তাই অনেক আগেই এগিয়ে এসেছে কেন্দ্র। সরকারি উদ্যোগেই সংবাদ মাধ্যমে পড়াশোনার ক্লাস শুরু করতে বলা হয়েছে। ফলে দূরদর্শন-সহ বিভিন্ন সংবাদ চ্যানেলের সাহায্যে চলছে প্রতিদিনের রুটিন ক্লাস। শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এসে রোজ ভিন্ন ভিন্ন বিষয়ে পড়ানো হচ্ছে পড়ুয়াদের। ইলেক্ট্রনিক দুনিয়ার বাইরে বেরিয়ে এসে কাশ্মীরের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে হাত বাড়াল অল ইন্ডিয়া রেডিও। টেলিভিশন মিডিয়ার সাহায্যে পড়াশোনা চালানো হলেও অনেক সময় বিদ্যুতের বিভ্রাট দেখা যায় বিভিন্ন পাহাড়ি এলাকায়। ফলে এই ক্লাস অধরাই থেকে যাবে সেই পড়ুয়াদের কাছে। তাই অনেক বেশি পড়ুয়াদের কাছে পৌঁছনোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। সংবাদ চ্যানেলগুলির মতই রেডিওতেও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আসা হবে। পাঠ্যক্রম অনুযায়ী সেই এলাকার পড়ুয়াদের একটি বিষয় বোঝাবেন শিক্ষকরা। আর তা বাড়িতে বসেই রেডিওতে শুনতে পাবে ছাত্র-ছাত্রীরা। শ্রীনগরের অল ইন্ডিয়া রেডিও স্টেশন থেকে নির্ধারিত সময়েই সেই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। কাশ্মীরের শিক্ষা পর্ষদের আধিকারিকের (DSEK) কথায়, ২৬ মার্চ থেকে কাশ্মীরের দূরদর্শন চ্যানেলে এই ক্লাস শুরু হয়েছে। প্রতিদিন এই চ্যানেলের সাহায্যে মাধ্যমিকের পড়ুয়াদের সিলেবাস অনুযায়ী দুটি করে ক্লাস সম্প্রচার করা হয়।




শুধুমাত্র টেলিভিশন চ্যানেল বা রেডিও নয় পড়ুয়াদের স্বার্থে ইউটিউবের বিভিন্ন পড়াশোনার চ্যানেলকে পড়ুয়াদের জন্য সহজলভ্য করে তোলা হয়েছে। বিভিন্ন ডিজিটাল মাধ্যমকেও পড়ুয়াদের গণ্ডির মধ্যে এনে দেওয়া হয়েছে। লকডাউনের জেরে সকলে গৃহবন্দি হলেও পড়শোনা যাতে আটকে না যায় তাই অনলাইন ও অফলাইন দুভাবেই পড়ুয়াদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে কাশ্মীরের শিক্ষা পর্ষদ।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!