টি-২০ বিশ্বকাপ ও আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল আইসিসি
নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্ক: চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের ভাগ্য কী হতে চলেছে? সেই নিয়ে বৃহস্পতিবার সারাদিন অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু দিনের শেষে সব জল্পনার অবসান ঘটাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে শোনাতে পারল না কোনও সুখবর। ঝুলিয়ে রইল টি-২০ বিশ্বকাপ ও আইপিএল এর মতো দুটি হাইভোল্টেজ টুর্নামেন্টের ভাগ্য। আগামী দিনে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার বৈঠক করে আইসিসি। বৈঠকে যোগ দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের আধিকারিকরা। তবে বৈঠকে
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা টি-২০ বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্ত ১০ জুন পর্যন্ত মুলতুবি করল। যার অর্থ ১০ জুন পর্যন্ত বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। ফলে করোনা উদ্বেগের পরিস্থিতিতে ১০ জুন পর্যন্ত বিশ্বকাপের ভাগ্য ঝুলে রইল বলা যাতেই পারে।
বিশ্বকাপের সঙ্গে এখন আইপিএল ভাগ্যও জুড়ে রয়েছে।
কারণ অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত হলে সেই সময় আইপিএল হতে পারে বলে শোনা যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অক্টোবর-নভেম্বরের ক্রিকেট উইন্ডোতে আইপিএল আয়োজন করা নিয়ে আশাবাদী। এখন ১০ জুন পর্যন্ত বিশ্বকাপ নিয়ে আলোচনা স্থগিত হওয়ায় আইপিএল ভাগ্যও ঝুলে রইল। চলতি বছরে ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কথা। টুর্নামেন্টের ফাইনাল ১৫ নভেম্বর।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Post a Comment
0Comments