ভাঙল সাম্প্রতিককালের সব রেকর্ড, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সাড়ে সাত হাজার ছুঁইছুঁই
প্রতিদিন সংক্রমণের নতুন নতুন সংখ্যা, লাফিয়ে বেড়ে চলা করোনা সংক্রমণের হার নিজেই নিজের রেকর্ড ভাঙছে। দেশজুড়ে লকডাউনের ৬৫ তম দিনে ফের নতুন রেকর্ড গড়ল করোনা পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় একসঙ্গে ৭৪৬৬ জনের শরীরে মিলল COVID-19 জীবাণু। হিসেব বলছে, এটাই সাম্প্রতিককালের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া নতুন তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ফিরেছেন ৭১ হাজার ১০৫জন।
চলতি সপ্তাহে দেশের করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছুঁয়েছিল। খুব অল্প সময়ের মধ্যেই তা অনেকটা বেড়ে এই মুহূর্তে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৫ হাজার ৭৯৯এ। আর মৃত্যুর সংখ্যা ৪৭০৬। চিকিৎসাধীন ৮৯ হাজার ৯৮৭ জন। তবে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সুস্থতার হারও বাড়ছে।
এই চিত্র যদিও কতটা আশাব্যঞ্জক, তা নিয়ে সংশয় থাকছেই। কারণ, লকডাউন বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছুটা শিথিল হওয়ায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সেভাবে। তারউপর পরিযায়ী শ্রমিক এবং দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষজনের যাতায়াতে ছাড় দেওয়ায় সমস্যা বাড়ার আশঙ্কা। চালু হয়েছে আন্তঃরাজ্য সড়ক ও উড়ান পরিষেবা। তাতেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। ৩১ মে’র পর লকডাউন সম্পূর্ণ উঠে গেলে এ নিয়ে উদ্বেগ বাড়বে বই কমবে না, এমনই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়িয়ে গিয়ে সুস্থ থাকার দাওয়াই হিসেবে এই দু’মাসেরও বেশি লকডাউন যেন ন্যূনতম স্বাস্থ্যবিধিটুকু না মানার কারণে বিফলে না যায়, আপাতত সেদিকেই নজর সবমহলের। তবে বিশেষজ্ঞদের হিসেব অনুযায়ী, জুন এবং জুলাই মাসে করোনায় মৃত্যুর হার শীর্ষে উঠবে দেশে। তার আগে সংক্রমণের এই নয়া রেকর্ড অব্যাহতই থাকবে। ফলে করোনার কোপ নিয়েই হয়ত আগামী কয়েকমাস জীবনযাপন করতে হবে দেশবাসীকে।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Googlenews
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন 9476288780 এই নম্বরে, ধন্যবাদ।
Post a Comment
0Comments